Chattogram Challengers vs Fortune Barishal 1st Match Live

 
Chattogram Challengers vs Fortune Barishal

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশাল লাইভ | বিপিএল লাইভ ২০২২

আজ ২১ জানুয়ারি ২০২২ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশালের ১ম ম্যাচ  বিপিএল ২০২২ এর সম্পূর্ণ খেলা লাইভ দেখার সিস্টেম ও খেলাটি সরাসরি দেখাবে। আপনি যদি অনলাইনে বিপিএল ২০২২ সরাসরি খেলা দেখতে চান তাহলে এই লেখাটি আপনার জন্য। এই লেখাটি আপনি অনুসরণ করে বিপিএল ২০২২ এর লাইভ খেলা সরাসরি দেখতে পাবেন। লাইভ খেলা দেখার জন্য আপনার যা যা করতে হবে সব নির্দেশনা এই লেখাতে দেওয়া থাকবে। ২১ জানুয়ারি ২০২২, শুক্রবারের এই ম্যাচটি সরাসরি দেখতে পারবেন  ওয়েব, টি স্পোর্টস, জিটিভি এবং নির্ধারিত বিদেশী চ্যানেলে।


লাইভ দেখার সাথে জেনে নিন আরও কিছু তথ্যঃ-

১. চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশাল লাইভ
২. ফরচুন বরিশাল স্কোয়াড
৩. বিপিএল লাইভ 2022

Chattogram Challengers vs Fortune Barishal 1st Match Result 

CGC 125/8 (20) 
BRSAL 126/6 (18.4) 
ফলাফলঃ ফরচুন বরিশাল 4 উইকেটে জয়ী

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশাল লাইভ

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম বরিশাল বিপিএলের ২০২২ উদ্বোধনী ম্যাচ আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। ম্যাচটি সরাসরি দেখার জন্য আমাদের এই ওয়েবসাইটটি অনুসরণ করুন। কারণ আমাদের এই ওয়েবসাইট থেকে আমরা আজ বিপিএল ২০২২ প্রথম ম্যাচ লাইভ খেলাটি সরাসরি  freeflextv পাঠকদের উপভগের জন্য শেয়ার করব। যারা freeflextv সাথে থাকবে তারা বিপিএল 2022 এর সবগুলো ম্যাচ সরাসরি দেখতে পাবো। আজকের খেলায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম বরিশাল ফরচুন মুখোমুখি হবে। একনজরে আমরা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম বরিশাল ফরচুন দুই দলের খেলোয়াড় তালিকা দেখে নেব।


চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড একাদশঃ 

কেনার লুইস (উইকেটকিপার), সাব্বির রহমান, শামীম পাটোয়ারী, বেনি হাওয়েল, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাঈম ইসলাম, উইল জ্যাকস, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।


ফরচুন বরিশাল স্কোয়াড একাদশঃ 

নাজমুল হোসেন শান্ত, সৈকত আলী, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), ইরফান শুক্কুর (উইকেটকিপার), ডোয়েন ব্রাভো, জিয়াউর রহমান, আলজারি জোসেফ, জেক লিন্টট, নাইম হাসান, সাল্মান হোসেন ।

বিপিএল লাইভ 2022

বিপিএল লাইভ খেলা দেখানোর জন্য বেশকিছু দেশি-বিদেশি টিভি চ্যানেল টিভি স্বত্ব কিনে নিয়েছে। এমনই কিছু টিভি স্বত্ব কিনে নেওয়া চ্যানেল হল টি স্পোর্টস, জিটিভি, বিদেশি টিভি চ্যানেলগুলোর মধ্যে হল পিটিভি পাকিস্তান সহ আরো অনেক দেশের টিভি চ্যানেল টিভি স্বত্ব কিনে নিয়েছেন। আজকের এই নিবন্ধে আমি জিটিভি এবং T sports সেই কিভাবে খুব সহজে খেলা দেখবেন সেই লিঙ্ক যুক্ত করছে।




Post a Comment (0)
Previous Post Next Post